গাজীপুরের শ্রীপুর উপজেলায় পৃথক দুটি স্থানে ট্রেনে কাটা পড়ে এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল ও দুপুরে রাজাবাড়ী ও বরমী ইউনিয়নের দুটি রেলপথে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

সকাল ৮টার দিকে রাজাবাড়ী ইউনিয়নের হালুকাইদ এলাকায় ইজ্জতপুর রেলওয়ে স্টেশনের এক কিলোমিটার দক্ষিণে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান জয়নাল আবেদিন (৬৫)। তিনি গাজীপুর সদর উপজেলার পাটপচা গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন সাইকেল মেকানিক ছিলেন। অপরদিকে, একইদিন দুপুরে বরমী ইউনিয়নের সাতখামাইর রেলওয়ে স্টেশনের উত্তরে রেললাইন পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতনামা (৬০) এক বৃদ্ধা নারী নিহত হন। তার পরিচয় এখনো জানা যায়নি। রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহতরা সম্ভবত অসতর্কতাবশত রেললাইন অতিক্রমের সময় দুর্ঘটনার শিকার হন। রেলওয়ে পুলিশ দুটি লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট রেলওয়ে পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে জানানো হয়েছে, নিহতদের পরিচয় শনাক্তের জন্য প্রচেষ্টা চলছে এবং এই দুটি ঘটনা নিয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করা হয়েছে।