গাজীপুর মহানগরীর কাশিমপুরে জি এম এস টেক্সটাইল নামে একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ করছে বলে জানা গেছে। ধোঁয়া ও আগুনের সূত্রপাত হওয়ার পর প্রত্যক্ষদর্শীরা তা দেখতে পান।

রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর কাশিমপুর সুলতান মার্কেট এলাকার জি এম এস টেক্সটাইল মিলে আগুনের সূত্রপাত ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৫টার দিকে হঠাৎ কারখানার ভেতর থেকে আগুনের ধোঁয়া উড়তে থাকে। এ সময় কারখানার অগ্নি নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মচারীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে আগুনের ভয়াবহতা বাড়লে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে কাশিমপুর ও কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত (সন্ধ্যা ৬টা ৪০ মিনিট) আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ পরিচালক মোহাম্মদ মামুন জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট সেখানে গিয়ে কাজ করছে।