সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরার কালিগঞ্জে দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সায়মন ইসলাম তুর্য (১৬) নামে দশম শ্রেণীর এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন।

গত ১৬ নভেম্বর সন্ধ্যা পৌনে ৬টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের পশ্চিম নারায়ণপুর মুচিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত স্কুল শিক্ষার্থী সায়মন ইসলাম তুর্য সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের মোমরেজপুর গ্রামের মৃত পুলিশ সদস্য রবিউল ইসলাম রবির ছেলে। সে স্থানীয় মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।