গাজীপুর মহানগরের গাছা থানাধীন হারিকেন রোডে সড়ক দুর্ঘটনায় চম্পা আক্তার (১৮) নামে এক নারী গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা প্রায় তিন ঘণ্টা ধরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে মহাসড়কের দুই পাশে সৃষ্টি হয় দীর্ঘ যানজট এবং জনভোগান্তি চরমে পৌঁছায়। পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সকাল ৮টার দিকে মহানগরের গাছা হারিকেন রোডে ইন্টারলুপ বিডি লিমিটেড গার্মেন্টসের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি অজ্ঞাত ট্রাকের চাপায় চম্পা আক্তার ঘটনাস্থলেই প্রাণ হারান। নিহতের বাড়ি নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার হাররকান্দি গ্রামের। তার পিতার নাম আরফত আলী। গাজীপুর মহানগরের গাছা থানার হারিকেন এলাকার কামরুলের বাড়িতে ভাড়া থেকে তিনি কর্মরত ছিলেন। মাত্র দুই দিন আগে তিনি ইন্টারলুপ বিডি লিমিটেডে হেলপার পদে চাকরি শুরু করেন।