নরসিংদী সংবাদদাতা : নরসিংদী রেলওয়ে স্টেশন সংলগ্ন বটতলায় এলাকায় ঢাকা অভিমুখী মালবাহী কন্টেইনার ট্রেনে কাটাপড়ে এক অজ্ঞাত ব্যক্তি মৃত্যুবরণ করেছে। নরসিংদী স্টেশন জিআরপি ফাঁড়ির পুলিশ সদস্য আব্দুল লতিফ জানান, ঘটনা ঘটার বেশ কিছুক্ষণ পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি দেখতে পান, নিহতের লাশ রেললাইনে ওপর পরে আছে। তিনি লাশটি উদ্ধার করে রেলওয়ে পুলিশ ফাঁড়ির সামনে নিয়ে রেখেছেন পরিচয় নিশ্চিতের আশায়। পরিচয় না পেলে নিহতের লাশ ময়না তদন্ত শেষে বেওয়ারিশ হিসেবে দাফন করা হবে।
দুর্ঘটনা
ট্রেনে কাটাপড়ে একজন নিহত
নরসিংদী রেলওয়ে স্টেশন সংলগ্ন বটতলায় এলাকায় ঢাকা অভিমুখী মালবাহী কন্টেইনার ট্রেনে কাটাপড়ে
Printed Edition
