রাজধানীর মিরপুরের শ্যামল পল্লী বস্তিতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। গতকাল রোববার রাত নয়টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে বলে জানা গেছে। এর আগে সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম।
সুত্র জানায়, রাজধানীর মিরপুর ১৩ নম্বরের শ্যামল পল্লী বস্তিতে আগুনের ঘটনা ঘটে। সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। পরে ৮টা ১০ মিনিট নাগাদ প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এখন মিরপুর ফায়ার স্টেশনের ৩টি ইউনিট কাজ করছে। এছাড়াও তাদের সহায়তায় কুর্মিটোলা ফায়ার স্টেশনের ২টি ও পল্লবী ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। এর মধ্যে দুই ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। এখন পর্যন্ত আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিসের সংশ্লিষ্টরা।