তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতাঃ সিরাজগঞ্জের তাড়োশ সড়ক দূর্ঘটনায় ভাই-বোনসহ ৩জন নিহত হয়েছেন। র্দূর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সালে তাড়াশ পৌর শহওে উলিপুর ব্রীজ নামক এলাকায়। নিহতরা হলেন, তাড়াশ পৌর শহরের দক্ষিণপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে মোঃ জনি (১২) ও শিশু কন্যা তুবা (১) এবং কোহিত গ্রামের মৃত বাহাদুর আলীর ছেলে হাইফত হোসেন। বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান। এলাকাবাসীর সূত্রে জানা গেছে গরু বোঝায় একটি ভটভটি গাড়ি তাড়াশ থেকে উপজেলার নওঁগা হাটের দিকে বেপরোয়া গতিতে যাওয়ার সময় উল্লেক্ষিত স্থানে একটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক হাইফত হোসেন ও অটোরিকশায় থাকা শিশু জনিসহ তার মা ও ছোট দুই বোন মালেশা ও তুবা গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক অটোরিকশা চালক হাইফত ও জনি কে মৃত ঘোষণা করেন। সেই সাথে নিহত জনির ছোট বোন মালেশা ও তুবার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ শহীদ ক্যাপটেন মুনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে ক্যাপটেন মুনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে তুবা’ মারা যায়।