শিবচর (মাদারীপুর) সংবাদদাতা : মাদারীপুর জেলার শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্স- প্রেসওয়ের আড়িয়াল খাঁ সেতুর উপর বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ এবং আহত হয়েছে অন্তত ১৫ জন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে মাদারীপুরের শিবচরে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আড়িয়াল খাঁ সেতুর উপর ইঞ্জিন বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সাথে ঢাকা থেকে ছেড়ে আসা ওয়েলকাম পরিবহনের একটি বাস মুখোমুখি ধাক্কা দিলে ঘটনাস্থলে ৩ জনের মর্মান্তিক মৃত্যু হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা বেশ আশঙ্কাজনক। আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর প্রায় ১ ঘণ্টা ভাঙ্গামুখী লেনে যান চলাচল ব্যাহত হয়। পরে শিবচর হাইওয়ে থানা পুলিশের সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক হয়। শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জহিরুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে বাস ও ট্রাক দুটিই জব্দ করা হয়েছে।রেকার দিয়ে ট্রাক ও বাসটিকে সরানো হয়েছে। নিহতদের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।