রাজধানীর খিলগাঁওয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় জাকির হোসেন চৌধুরী (৬০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এই ঘটনায় বাসটি জব্দ ও হেলপারকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার বেলা সাড়ে ১২টার খিলগাঁও পুলিশ ফাঁড়ির সামনের রাস্তায় ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মারা যান ওই ব্যবসায়ী। পরে পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। নিহত জাকির হোসেনের বাড়ি চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার তেলপারৈই গ্রামে। তিনি জমির ব্যবসা করতেন এবং যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় বসবাস করতেন।

নিহত জাকির হোসেনের ছেলে আফাজ উদ্দিন চৌধুরী সংবাদ মাধ্যমকে বলেন, গতকাল সকালে বাবার এক ব্যাবসায়িক পার্টনার ফোন দিয়ে খিলগাঁও যেতে বলেন। বাবা খিলগাঁওয়ের উদ্দেশ্যে বাসা থেকে বের হন। পরে জানতে পারি বাবা বাসের ধাক্কায় মারা গেছেন।

খিলগাঁও থানার উপ পরিদর্শক (এসআই) তাজুল ইসলাম বলেন, বেলা সাড়ে ১২টার দিকে খিলগাঁও পুলিশ ফাঁড়ির সামনে রাস্তা পার হচ্ছিলেন ওই ব্যক্তি। এ সময় সাকুরা পরিবহনের একটি যাত্রবাহী বাস ওই ব্যক্তিকে ধাক্কা দেয়। এতে রাস্তায় পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে সাকুরা পরিবহণ‘র ঘাতক বাসটি জব্দ ও এর হেলপারকে আটক করা হয়। তবে ওই চালক পালিয়ে যায়। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

ছাদ থেকে পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু : উত্তর বাড্ডার এলাকার একটি ভবনের ছাদ থেকে নিচে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে পুলিশ লাশ উদ্ধার করেছে। পুলিশ জানায়, তাদের প্রাথমিক ধারণা ছাদ থেকে লাফিয়ে পড়ে সুবীর বিশ্বাস (৩০) আত্মহত্যা করেছেন। অবিবাহিত সুবীরের বাড়ী মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বাউনগতি এলাকায়। তিনি জনতা ব্যাংকের জুনিয়র অফিসার-ক্যাশ হিসাবে নারায়নগঞ্জ শাখায় কাজ করতেন।

পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯ খবর পেয়ে ভবনের নিচ থেকে সুবীররের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পুলিশ।