মৌলভীবাজার জেলা সংবাদদাতা: মোঃ জালাল উদ্দিন। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঝুনু বৈদ্য (৪৫) নামের একজন নিহত এবং এই ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের শ্রীমঙ্গল শহরতলীর হবিগঞ্জ রোডস্থ ৩নং সদর ইউনিয়নের উত্তরসুর (শাহজীরবাজার) এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও সাতগাঁও হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল শহরতলীর হবিগঞ্জ রোডস্থ উত্তরসুর এলাকায় পৌঁছালে একটি সিমেন্টের ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৩ জন গুরুতর আহত হন। পরে তাদের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ঝুনু বৈদ্যকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুইজন হলেন, রুনু বৈদ্য (৫৫) ও শহরের কালিঘাট সড়কের জমির মিয়ার ছেলে খাজা মিয়া (৫০)। পরে তাদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। নিহত ঝুনু বৈদ্য শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মৃত রামাই বৈদ্যের ছেলে।