নাটোর শহরের প্রাণকেন্দ্র কানাইখালিতে ওয়ালটন প্লাজায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। নাটোর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট স্থানীয়দের সহায়তায় দেড় ঘন্টার প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। মঙ্গলবার সকাল পৌনে ছয়টার দিকে ওয়ালটন প্লাজায় বৈদুত্যিক শট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয় বলে নাটোর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাষ্টার আখতার হামিদ নিশ্চিত করেছেন।

নাটোর ফায়ার সার্ভিস সিনিয়র স্টেশন মাস্টার আখতার হামিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেড় ঘন্টার মতো প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ওয়ালটন প্লাজার মধ্যে জেলার সবচেয়ে বড় ও প্রধান এই শোরুম বদ্ধ থাকার কারণে ভেতরপ্র্চুর ধোঁয়া ছিল। প্রাথমিক ভাবে তিনি মনে করেন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

ওয়ালটন প্লাজা কানাইখালী শাখার ম্যানেজার দেওয়ান শাহ আলম বলেন, অগ্নিকান্ডের প্রকৃত খয়ক্ষতির পরিমান জানাতে আরো সময় লাগবে। তবে আপাতত আনুমানিক পনেরো লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করছি। ফায়ার সার্ভিসের কর্মীদের সাথে ওয়ালটন প্লাজার কর্মীরা স্থানীদের সাথে নিয়ে দ্রুত অনেক মালামাল বের করে নিয়ে আসায় ক্ষতির পরিমাণ কম হয়েছে। ঘটনার পর খবর পেয়ে নাটোর সদর থানার ওসি মোঃ মাহবুবুর রহমান ও নাটোর ক্যাম্পের সেনা সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।