সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তালুকদার বাড়ি মোড় এলাকায় ট্রেনে কাটা অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আনুমানিক ভোর রাত সাড়ে ৪টার দিকে ভুয়াপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগ্রামী মেইল ট্রেনে অজ্ঞাত যুবক ট্রেনে কাটা পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে তালুকদার বাড়ি মোড় এলাকায় রেললাইনের মাঝখানে হাত-পা কাটা অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ দেখতে পান তারা। পরে বিষয়টি রেলওয়ে পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

জামালপুর রেলওয়ে ফাঁড়ির উপ পরিদর্শক এসআই সাইফুল ইসলাম বলেন, সরিষাবাড়ী পৌরসভার তালুকদার বাড়ি মোড় এলাকায় এক অজ্ঞাত ব্যক্তির ট্রেনে কাটা পড়ে মৃত্যুর খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল যায়। সেখান থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।