চুয়াডাঙ্গা সংবাদদাতা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পুরাতন বাস্তপুর গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আপন দু ভাইয়ের মৃত্যু হয়েছে। জানাগেছে,দামুড়হুদা উপজেলার পুরাতন বাস্তপুর গ্রামের মৃত ইছাহক আলীর বড় ছেলে আক্তারুজ্জামান (৫৭) বিদ্যুৎ সংযোগকৃত মেশিনে গরুর জন্য বিচালী কাটছিলো। এমসয় সময় মেশিনে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারাত্মক আহত হয় সে। তার ভাই আলম হোসেন(৪০) তাকে বাঁচতে গেলে সেও বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আহত হয়। পরিবারের লোকজনের তাদের কে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের কে মৃত ঘোষণা করেন।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, দামুড়হুদা পুরাতন বাস্তপুর গ্রামে নিজ বাসায় মেশিনে গরুর ঘাস কাটার সময় বিদ্যুৎ স্পষ্ট হয়ে আপন দুই ভাই মৃত্যু বরণ করেছেন। তিনি আরো জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় তাদের দাফনের অনুমতি দেওযা হয়েছে।