নোয়াখালী সংবাদদাতা : গতকাল বুধবার নোয়াখালীতে জামায়াতের গণমিছিল শেষে বাড়ি ফেরার পথে বেগমগঞ্জের ছয়ানী উপজেলার জামায়াত কর্মী হাফেজ মহি উদ্দিন সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছে।
গতকাল বুধবার রাত ২টা ৩০ মিনিটে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
নিহত হাফেজ মহিউদ্দিন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের দোয়ালিয়া গ্রামের মরহুম মমতাজ মিয়ার ছোট ছেলে। ৬ ভাই বোনের মধ্যে তিনিই সবার ছোট। পেশায় মসজিদের ইমাম ও শিক্ষক ছিলেন। নোয়াখালী সদর হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেন। নিহতের পরিবার জানায়, বেগমগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত গণঅভ্যুত্থানে স্বৈরাচার আওয়ামী শাসনের পতন উপলক্ষে গণমিছিল শেষে সিএনজিযোগে বাড়ি ফেরার সময় ছয়ানি এলাকায় একটি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষে জামায়াতের কর্মী হাফেজ মহি উদ্দিন গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করালে রাতে তিনি মারা যান।