সখিপুর সংবাদদাতা : টাঙ্গাইলের সখিপুরে ট্রান্সফরমার থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার সময় বিদ্যুৎস্পৃষ্টে সোহেল রানা (২৮) নামের এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার কাকড়াজান ইউনিয়নের খুনির চালা গ্রামে এ ঘটনা ঘটে। সোহেল ওই ইউনিয়নের ছোটচওনা গ্রামের নুর মোহাম্মদের ছেলে। তিনি অটোচালকও ছিলেন। সখিপুর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। সোহেলের বড় ভাই খলিল মিয়া জানান, সোমবার সকালে সোহেল খুনিরচালা গ্রামের শামছুল মিয়ার বাড়িতে বিদ্যুতের কাজ করতে যায়। ট্রান্সফরমার থেকে ওই বাড়ির বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করার সময় হঠাৎ শরীরে স্পর্শ করলে সে আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোহেলকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য মোজাম্মেল হক জানান, সোহেল কেবলমাত্র বিয়ে করেছেন। তাদের কোন সন্তান হয়নি। সে খুব ভাল মানুষ ছিলেন। এ অভাবনীয় দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।