বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা : জেলার বিরামপুর রেলস্টেশন থেকে দক্ষিণে অর্ধ কিলোমিটার দূরে ট্রেনের ধাক্কায় পিতার মৃত্যু ও ছেলে আহত অবস্থায় হাসপাতালে।

গতকাল দুপুর প্রায় ১টায় পিতা পুত্র রেল লাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা বাংলা বান্ধা এক্সপ্রেস বিরামপুর স্টেশন অতিক্রম করার সময় ট্রেনের ধাক্কায় পিতার মৃত্যু হয় এবং পুত্র আহত অবস্থায় রেল লাইনের পাশে পড়ে থাকে। এ সময় স্থানীয় জনগণ ছেলেকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

জানা যায়, মৃত্যু জালালুদ্দিন (৬০) বিরামপুর পৌর শহরে কাজীপাড়ায় শ্বশুরবাড়িতে থাকতেন। তিনি একজন রড মিস্ত্রি। শিশু আমির হামজাকে (৩) নিয়ে ওষুধ কেনার জন্য রেললাইনে পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন।