রংপুর রংপুর বিভাগের ৭ টি হাইওয়ে পুলিশের থানার অধিনে গত ১১ মাসে ৪১০ টি ছোট-বড় সড়ক দূর্ঘটনায় ২১৩ ব্যক্তি নিহত এবং ৪৬৪ জন আহত হয়েছেন।
হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়ন সূত্রে জানা গেছে, চলতি বছর জানুয়ারী মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত গত ১১ মাসে রংপুর বিভাগের গাইবান্ধার গোবিন্দগঞ্জ, রংপুরের বড়দরগাহ্ ও তারাগঞ্জ, দিনাজপুরের দশ মাইল, পঞ্চগড়ের বোদা ও তেঁতুলিয়া এবং লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলায় ৭ টি হাইওয়ে পুলিশের থানার অধিনে ৪১০ টি ছোট-বড় সড়ক দূর্ঘটনায় ২১৩ ব্যক্তি নিহত এবং ৪৬৪ জন আহত হয়েছেন। এই ৭ টি থানার অধিনে একজন পুলিশ সুপার সহ ৩২৩ জন জনবল সার্বক্ষনিক দায়িত্ব পালন করছেন। এসব থানার অধিনে ৩৭৩ কিলোমিটার দীর্ঘ মহাসড়ক এবং ১৩৮ কিলোমিটার দীর্ঘ আঞ্চলিক সড়কে এভছরের ১১ মাসে ৪১০ টি ছোট-বড় সড়ক দূর্ঘটনায় ২১৩ ব্যক্তি নিহত এবং ৪৬৪ জন আহত হয়েছেন। এ সময়ে ওভার লোডিং, লাইসেন্স বিহীন যান চলাচল, ওভার স্পিডে যারবাহন চালনা সহ সড়ক নিরাপত্বা বিঘিœত এবং ট্রাফিক আইন লংঘনের অভিযোগে ১৪ হাজার ৭৪৮ টি যানবাহনের বিরুদ্ধে স্থানীয় ১৯০ টি মামলা দায়ের করা হয়।
হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের পুলিশ সুপার আবু তোরাব েেমাহাম্মদ শামছুর রহমান এই প্রতিনিধিকে জানান, মহাসড়কে হাইওয়ে পুলিশের তৎপরতা বৃদ্ধির ফলে সড়কে ছিনতাই এবং ডাকাতি এখন শুন্যের কোঠায় নেমে এসছে। এছাড়া সড়ক দূর্ঘটনা রোধে হাইওয়ে পুলিশের স্থানীয় থানা পুলিশের সহায়তায় প্রতিনিয়ত দুর পাল্লার চালক এবং অন্যান্য যানবাহনের চালকদের সচেতনতা মুলক প্রশিক্ষন ও পরামর্শ দেয়া হচ্ছে। এর ফলে সড়ক র্দুঘটনার প্রবনতাও ক্রমান্বয়ে কমে আসছে বলে তিনি জানান।