DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

দুর্ঘটনা

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৪ গাড়ির সংঘর্ষ, আহত ১৫

ঘন কুয়াশার কারণে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সগঞ্জের শ্রীনগরে ৪ টি যানবাহনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছে।

অনলাইন ডেস্ক
Screenshot 2025-02-17 110110

ঘন কুয়াশার কারণে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সগঞ্জের শ্রীনগরে ৪ টি যানবাহনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছে।

আজ সোমবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ৭ টার দিকে জেলার শ্রীনগর উপজেলার কামারখোলা এলাকায় এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতাল ও স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।

হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস জানান, সকালে কামারখোলা এলাকায় ঘনকুয়াশায় দাঁড়িয়ে থাকা একটি পিকআপকে পেছন থেকে কাভার্ডভ্যান ধাক্কা দিলে দুর্ঘটনা সূত্রপাত। এ সময় একই লেনে পেছনে আসা ২টি বাসসহ অপর আরেকটি যান পরপর পেছন থেকে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুমড়ে মুচড়ে যান ২টি যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের সামনের অংশ। খবর পেয়ে ক্ষতিগ্রস্ত যানবাহন গুলো থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়।

হাসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী বলেন, দুর্ঘটনার পর একটি গাড়ি চলে গেছে। ক্ষতিগ্রস্ত যানগুলো থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মূলত ঘনকুয়াশার জন্য এ দুর্ঘটনা ঘটতে পারে।

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন তিনি।