সিলেট ব্যুরো : সিলেট নগরীর তালতলায় মধ্যরাতে মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণ নিহত হয়েছেন। শনিবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নগরীর মির্জাজাঙ্গাল এলাকার বাসিন্দা ইমন দাস (২২) এবং জিন্দাবাজার এলাকার বাসিন্দা গৌরাঙ্গ দাসের ছেলে দীপ্ত দাস (২৩)। দীপ্ত দাস সিলেটের একটি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। তারা সম্পর্কে মামাতো ও ফুফাতো ভাই।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের তালতলা স্টেশন সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১টা ২৫ থেকে ১টা ৩০ মিনিটের মধ্যে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে মোটরসাইকেলে থাকা দুই তরুণ গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। এসএমপির কোতোয়ালী থানার ওসি খান মো. মাইনুল জাকির এর সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনি পদক্ষেপ ও ময়নাতদন্তের সিদ্ধান্ত নেওয়া হবে। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতে নগরীর শেখঘাট এলাকার পাকিস্তান পয়েন্টে চা খেতে গিয়েছিলেন ইমন ও দীপ্ত। পরে চা খেয়ে বাসায় ফেরার পথে তালতলায় গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে তারা গুরুতর আহত হন। হাসপাতালে নেয়ার পথে মারা যান।