স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ
গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হয়ে জীবন হারালেন বাবু হাওলাদার (১৮)। শুক্রবার সকালে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। চিকিৎসকরা জানান, বাবুর শরীরের প্রায় ৯২ শতাংশ অংশ দগ্ধ হয়েছিল, যা শেষ পর্যন্ত তার জীবনের সমাপ্তি টেনে আনে।
নিহত বাবু হাওলাদার কুড়িগ্রাম জেলার রৌমারী থানার বোয়ালমারী গ্রামের মৃত রতন হাওলাদারের ছেলে। কর্মসূত্রে তিনি টঙ্গী পূর্ব থানাধীন নতুনবাজার রেলগেট এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন এবং বিসিক সাহারা মার্কেটের ফেমাস কেমিক্যাল লিমিটেডের গুদামের পাশে একটি দোকানে কাজ করতেন।
উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর ফেমাস কেমিক্যাল লিমিটেডের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভানোর সময় ফায়ার সার্ভিসের দুই ফায়ার ফাইটার নুরুল ইসলাম ও শামীম গুরুতর দগ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। এ ঘটনায় আরও কয়েকজন দগ্ধ হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। টঙ্গীর এই ভয়াবহ অগ্নিকাণ্ড স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এনেছে এবং অগ্নি-নিরাপত্তা নিয়ে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।