সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা : সিদ্ধিরগঞ্জে পাইনাদি পূর্বপাড়া ফ্যাক্টরির গলি জাকির খন্দকার এর টিনশেড বাড়িতে বিদ্যুতের শর্টসার্কিটের কারণে ফ্রিজের কমপ্রেসার থেকে বিস্ফোরণের ঘটনায় শিশু ও নারীসহ একই পরিবারের ৯ জন দগ্ধ হয়েছে। গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে কাচপুর ও ইপিজেড, ফায়ার সার্ভিসের দুটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। গ্যাস বিস্ফোরণে অগ্নিদগ্ধরা হলেন- তাহেরা (৬৫), হাসান (৩৭), সালমা (৩০), মুনতাহা (১১), জান্নাত (৪), রাইয়ান (১ মাস), আসমা (৩৫), তিসা (১৬), আরাফাত (১৩)।