বগুড়া অফিস: বগুড়ার শেরপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দোকানঘরে ধাক্কা লাগায় দুই বন্ধু নিহত ও আরেক বন্ধু গুরুতর আহত হয়েছেন। গত ২৩ নভেম্বর রাত ৮টার দিকে ফুলবাড়ী ব্রিজ ঘাটপার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন গাড়িদহ ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের হাফিজের ছেলে মেহেদি হাসান (২০) এবং গোসাইপাড়া এলাকার মৃত বাবলু ব্যাপারীর ছেলে সাহাবুল হাসান (২০)। আহত একই এলাকার উৎসব চক্রবর্তী (২০)। পুলিশ জানায়, ফুলবাড়ী ঘাটপার এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি দোকানঘরের শাটারে জোরে ধাক্কা দেয়। এতে তিন আরোহীই গুরুতর আহত হন। এরপর শেরপুর থানা পুলিশ তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মেহেদি ও সাহাবুল মারা যান। আহত উৎসব জানান, বন্ধুকে বাড়ি পৌঁছে দিতে যাওয়ার সময় মোটরসাইকেলটি বেপরোয়া গতিতে ছিল। তিনজনই সম্প্রতি এইচএসসি পাস করেছেন। শেরপুর থানার ওসি এস এম মঈনুদ্দিন বলেন, দুর্ঘটনায় দুইজন মারা গেছেন। আহত উৎসব প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছে। আইনি প্রক্রিয়া শেষে লাশহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
দুর্ঘটনা
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী দুইবন্ধু নিহত
বগুড়ার শেরপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দোকানঘরে ধাক্কা লাগায় দুই বন্ধু নিহত ও আরেক বন্ধু গুরুতর আহত হয়েছেন।