গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সাপের কামড়ে এক শিশু মারা গেছে।

গত মঙ্গলবার তাকে সাপে কামড় দিলে সে রাত ৩:৫০ মিঃ দিকে তার মৃত্যু হয়। উপজেলার রাধানগর ইউনিয়নের সাগরাইল গ্রামের উকিল উদ্দিনের ছেলে রিফাত (৮) নিজ বাসায় শুয়ে থাকা অবস্থায় তাকে সাপে দংশন করে।

পরে পরিবারের লোকজন তাকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।