দিনাজপুরে পৃথক সড়ক দুর্র্ঘটনায় ২ জন নিহত ও ২১ জন আহত হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। সড়ক দুর্র্ঘটনায় নিহত নারী দিনাজপুর জেলা বিএনপি নেতা মাহবুবুল হক হেলালের সহধর্মিনী ফারহানা সুলতানা লিপি এবং পিকআপ চালক রুবেল ইসলাম।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার দিনাজপুর-রংপুর মহাসড়কে রুবেল ইসলাম পিকআপ ভ্যানটি নিয়ে রামডুবি এলাকায় আসছিলেন। পথিমধ্যে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তার পাশে খাদে উলটে যায়। এতে চালক রুবেল ইসলাম (২৫) ঘটনাস্থলেই মারা যান। নিহত রুবেল ইসলাম ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল এলাকার বাসিন্দা। দুর্ঘটনায় পিকাপের হেলপার গুরুতর আহত হন এবং তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দশমাইল হাইওয়ে থানার ওসি ওমর ফারুক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে সোমবার সন্ধ্যার পর একই মহাসড়কে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ফারহানা সুলতানা লিপি (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। ওই দুর্র্ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। দিনাজপুর সদর উপজেলার জামতলি বাজারের অদূরে পাট গবেষণা কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই নারী দিনাজপুর জেলা বিএনপি নেতা মাহবুবুল হক হেলালের সহধর্মিনী। আহতদের মধ্যে ১১ জনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে অধিকাংশই হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থী ছিলেন।
জামতলি এলাকার বাসিন্দা প্রত্যক্ষদর্শী রুমেন জানান, রাস্তায় পাল্লা দিয়ে ওভারটেক করার সময় বাস ও ট্রাকের মধ্যে ধাক্কা লাগে। এ সময় দিনাজপুরগামী নুরানী পরিবহন নামে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে প্রায় ২০ জন আহত হন। আহতদের মধ্যে ১২ জনকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ফারহানা সুলতানা লিপিকে মৃত ঘোষণা করেন। তিনি বাসের যাত্রী ছিলেন। আহত ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শামসুজ্জোহা বলেন, দুর্ঘটনার খবর জানার সঙ্গে সঙ্গে আমি হাসপাতালে গিয়েছি এবং আহত শিক্ষার্থীদের খোঁজখবর নিয়েছি। সেই সঙ্গে হানজালা সরকার নামে এক শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আইসিইউতে ভর্তি করা হয়। আমি আইসিইউতে ঢুকেছিলাম এবং তার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতের জন্য দায়িত্বরত চিকিৎসককে অনুরোধ জানিয়েছি।