রাজধানীর মিরপুরের টেকনিক্যাল মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে এসবি সুপার ডিলাক্সের একটি বাস সড়ক বিভাজকে উঠে যায়। এতে ঘটনাস্থলেই আনিসুজ্জামান (১৮) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। গতকাল শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত আনিসুজ্জামান পেশায় দিনমজুর। আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন জানান, দুপুর পৌনে ১টার দিকে মিরপুর বাঙলা কলেজের দিক থেকে এসবি সুপার ডিলাক্স পরিবহনের সাদা রঙের একটি বাস টেকনিক্যাল মোড়ের দিকে দ্রুতবেগে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর উঠে যায়। এ সময় সড়ক বিভাজকের উপরে থাকা পথচারী আনিসুজ্জামানকে চাপা দেয় বাসটি। এতে আনিসুজ্জামান ঘটনাস্থলে প্রাণ হারান। এ ঘটনায় একজন আহত হন। তিনি আরও বলেন, গুরুতর আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান পথচারীরা। নিহত আনিসুজ্জামানের বাড়ি পাবনা সদর উপজেলার চরশিবরামপুরে। তার বাবার নাম আবদুর রাজ্জাক। ওসি সাজ্জাদ বলেন, ঘটনাস্থল থেকে পুলিশ এসবি সুপার ডিলাক্স বাস ও চালক বিল্লাল হোসেনকে (৪০) আটক করে। তার বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার চেচুরায়।

এদিকে রাজধানীর রমনায় দ্রুতগতির প্রাইভেটকারের ধাক্কায় তাজুল ইসলাম (৪৫) নামে এক মোটরবাইক আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে রমনার ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম ফারুক বলেন, বৃহস্পতিবার বিকেলে ভিকারুন্নেসা স্কুলের সামনে একটি বেসরকারি টেলিভিশনের প্রাইভেটকারের ধাক্কায় গুরুতর আহত হন তাজুল ইসলাম। পরে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান তিনি। ওসি বলেন, এ ঘটনায় ওই গাড়ির চালক ও গাড়ি আটক করা হয়েছে। আর লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, তাজুল ইসলাম ঢাকার তুরাগের দলিপাড়া এলাকার মৃত আবুল কাশেমের ছেলে। তিনি একটি বাইং হাউজে চাকরি করতেন বলে জানতে পেরেছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।