কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলায় নৌকা দিয়ে ঘুরতে গিয়ে নৌকা ডুবে নিহত স্কুল ও কলেজ শিক্ষার্থী আপন দুই বোনের মরদেহ গতকাল শুক্রবার এবং আজ শনিবার উদ্ধার করা হয়েছে।

জানা গেছে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদের বেরিবাঁধ এলাকায় মা-বাবার সঙ্গে নৌকা দিয়ে ঘুরতে গিয়ে নৌকা ডুবে কাশ্মীরা রহমান নীলা আক্তার (১৭) নামে এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মারিয়া আক্তার নীহা (৯) নামে তার ছোট বোন নিখোঁজ ছিল।

ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার (১১ জুলাই) বিকেলে পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের দক্ষিণ চরটেকি এলাকায়।

ব্রহ্মপুত্র নদীর পানিতে ডুবে মারা যাওয়া নিহত নীলা আক্তার কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের জালুয়াপাড়া গ্রামের আব্দুর রহমানের মেয়ে। সে গুরুদয়াল সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী। নিখোঁজ নীহা নিহতের ছোট বোন। এ ঘটনায় নীলার মা নীপা আক্তারকে (৪০) আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন একজনের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে গতকাল নিশ্চিত করেছেন।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার আব্দুল্লাহ খালিদ জানান, ‘নৌকা ডুবির খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ডুবুরি দল পাঠিয়েছি।

পাকুন্দিয়ার ব্রহ্মপুত্র নদীতে উদ্ধার অভিযান একজন শিক্ষার্থীর লাশ পাওয়ার পর গতকাল শুক্রবার রাত দশটার পর অভিযান বন্ধ করে দেয় । আবার আগামীকাল শনিবার নতুন করে উদ্ধার অভিযান শুরু করবে বলে জানান।

এদিকে আজ শনিবার ১২ ই জুলাই কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হওয়া নয় বছর বয়সী শিশু ফারিয়া রহমান নীহার মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিখোঁজের ১৯ ঘণ্টা পর শনিবার (১২ জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় ৫০০ গজ দূরে মরদেহটি ভেসে উঠলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তা উদ্ধার করে।ফারিয়া আক্তার নিহা (০৯)কটিয়াদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী ছিল।

এর আগে গত পহেলা জুলাই ২০২৫ মাদ্রাসায় পরীক্ষা দিতে যাওয়ার সময় ব্রহ্মপুত্র নদীপার হতে গিয়ে দত্তের বাজার এলাকায় নৌকাডুবিতে তিনজন শিক্ষার্থী নিহত হয়।