রূপগঞ্জ( নারায়ণগঞ্জ) সংবাদদাতা : নারায়ণগঞ্জের রূপগঞ্জে যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজি অটোরিকশা সংঘর্ষে সিএনজি চালক আক্তার হোসেন(৫৬) নিহত হয়েছে। এসময় সিএনজির দুই যাত্রী গুরুতর আহত হয়। গতকাল শনিবার দুপুরে ঢাকা সিলেট মহাসড়কের উপজেলার মৈকুলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিএনজি চালক আক্তার হোসেন নারায়ণগঞ্জের সোনারগা থানাধীন কাচপুর উত্তর পাড়া এলাকার মৃত সাইজদ্দিনের ছেলে। আহতরা হলেন সিএনজির যাত্রী মাসুদ আলম ও তার স্ত্রী মৌসুমী আক্তার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাচপুর থেকে দুইজন যাত্রী নিয়ে একটি সিএনজি অটো রিক্সা ভুলতা গাউছিয়ার উদ্দেশ্যে রওনা করে। পথিমধ্যে ঢাকা সিলেট মহাসড়কের মৈকলি এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা মেঘলা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সিএনজি অটো একসাথে দুমড়ে-মুচড়ে যায়। এতে সিএনজি চালক ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয়রা সিএনজির ২ যাত্রীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের (টি আই )জাহানুর আলী জানান, কাচপুর থেকে ভুলতা যাওয়ার পথে। ঢাকা সিলেট মহাসড়কের উপজেলার মৈকলি এলাকায় যাত্রীবাহী বাস ও সিএনজির সংঘর্ষে সিএনজি চালকের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। এই ঘটনায় গুরুতর আহত সিএনজির দুই যাত্রীকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।