DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

দুর্ঘটনা

ফরিদপুরে পৃথক অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে ছাই নিহত ১

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বানা বাজারে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

উপজেলা সংবাদদাতা
Printed Edition
Default Image - DS

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বানা বাজারে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ আগুনের ঘটনা ঘটে। তবে প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্তদের নাম জানা সম্ভব হয়নি।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সুত্রে জানাগেছে, উপজেলার বানা ইউনিয়নের বানা বাজারে মধ্য রাতে আকস্মিক আগুন লেগে সিরু মিয়ার ফার্মেসি এবং তার আশেপাশের মুদি দোকানসহ ১০ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে আলফাডাঙ্গা ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থল গিয়ে আধাঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আলফাডাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন সাব অফিসার আসলাম হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত। এতে দশটি দোকান পুড়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১২ লাখ টাকা।

অপরদিকে ফরিদপুরের মধুখালীতে বসতঘরের আগুনে পুড়ে মোছাঃ জবেদা খাতুন(৮৬) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন।

গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে আটটার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের মাঝকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জবেদা খাতুন ওই গ্রামের মৃত জলিল মোল্লার স্ত্রী।

স্থানীয় ও ফায়ারসার্ভিস সুত্রে জানাগেছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বসতঘরে আগুনের সুত্রপাত ঘটে। এ সময় বসতঘরের মধ্যে থাকা বৃদ্ধা জবেদা খাতুন আগুনে পুড়ে ঘটনাস্থলেই নিহত হন।

এ ব্যাপারে রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন বলেন, আগুনে বসতঘরের মধ্যে আটকে পড়ে বৃদ্ধা জবেদা খাতুন পুড়ে নিহত হন বলে জানতে পেরেছি।

এর সত্যতা নিশ্চিত করে মধুখালী ফায়ার সার্ভিসের স্টেশন-অফিসার মোঃ রাশেদুল আলম বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে ১ টি বসত ঘরের ৩ রুম ও ১ টি রান্না ঘর পুড়ে যায়। এ সময় ঘরের মধ্যে আটকা পড়ে জবেদা খাতুন নামে এক বৃদ্ধ মারা যান।