সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা : সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ছাত্রদল নেতাসহ ২জন নিহত হয়েছে।
সম্প্রতি উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের অক্সিজেন রোড এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হল ভাটিয়ারী ইউনিয়নের ২ নাম্বার ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আব্দুল আহাদ আরিফ এবং একই এলাকার বাসিন্দা মো. জুয়েল।
বার আউলিয়ার হাইওয়ে থানার ওসি আব্দুল মমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিএম গেইট এলাকায় ইউটার্ন নেয়ার সময় মুসকান পানির একটি ভাউচার মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দিলে দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হয়। পানির ভাউচারটি আটক করা হয়েছে। সড়ক আইনে মামলা রজু করা হবে। নিহত ২ জনকে রাতেই তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।