মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরায় মেয়াদ উত্তীর্ণ মিথানল অ্যালকোহল বা স্পিরিট পান করে দুই ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহতরা হলেন, বাঙ্গরা বাজার থানাধীন রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের দক্ষিণ বাখরাবাদ গ্রামের তপন চন্দ্র সরকার (৫০) এবং পলাশ চক্রবর্তী (৩৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি তপন ও পলাশ রামচন্দ্রপুর বাজার থেকে মেয়াদ উত্তীর্ণ স্পিরিট পান করেন। এরপর তারা গুরুতর অসুস্থ হয়ে পড়লে বুধবার সকালে তাদের মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পলাশ চক্রবর্তীকে মৃত ঘোষণা করেন। তপন চন্দ্র সরকারকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর সময় পথেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে বাঙ্গরা বাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পলাশ চক্রবর্তীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তবে, তপন চন্দ্র সরকারের লাশ পরিবারের পক্ষ থেকে দাহ করে ফেলায় তা আর উদ্ধার করা সম্ভব হয়নি।

এলাকাবাসীর অভিযোগ, এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এর আগেও এই ধরনের মেয়াদ উত্তীর্ণ স্পিরিট পান করে বেশ কয়েকজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। স্থানীয়দের মতে, এই অবৈধ স্পিরিট বিক্রি বন্ধে প্রশাসনের নজরদারি বাড়ানো প্রয়োজন।

বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহফুজুর রহমান ঘটনার সত্যতা শিকার করে জানান, ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্টের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।