ফটিকছড়ি সংবাদদাতা : চট্টগ্রামের ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ মহিন উদ্দীন লিটন নামের এক মোটারসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
৭ এপ্রিল চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের উপজেলার নাজিরহাট মেডিকেল রাস্তার মাথায় এ ঘটনা ঘটে। তিনি হাটহাজারী ফরহাদাবাদ পূর্ব মন্দাকিনী বাদশা ড্রাইভার বাড়ির মোহাম্মদ ইছুপের পুত্র এবং মাইজজভা-ারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ নূর আলি মিয়ার হাট শাখার সাধারণ সম্পাদক।
জানা যায়,নিহত লিটন মোটারসাইকেল আরোহী ছিলেন, দ্রুত গতির প্রাইভেট কারের সাথে ধাক্কায় ছিটকে পড়ে। গুরুতর আহত অবস্থায় স্খানীয়রা উদ্ধার করে নাজিরজাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য নগরীতে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন তিনি।
নাজিরহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্য মোহাম্মদ সাহাবউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।