দাউদকান্দি (কুমিল্লা): ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ বাজার এলাকায় উল্টো পথে আসা একটি মাছবাহী পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ ফিরোজ (৩২) ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার শংকরপাশা গ্রামের হার রুনুর রশিদ হাওলাদারের ছেলে। তিনি এসিআই কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করে। ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ফিরোজ মোটরসাইকেলযোগে ইলিয়টগঞ্জ বাজার এলাকায় পৌঁছালে উল্টো পথে আসা একটি মাছবাহী পিকআপ তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গৌরীপুর হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়। ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. রুহুল আমিন জানান, নিহত ফিরোজের লাশ শুক্রবার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।