সাঁথিয়া উপজেলা (পাবনা) সংবাদদাতা : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পাবনা সাঁথিয়া উপজেলার পৌরসভাধীন ৭নং ওয়ার্ডের সেক্রেটারি মাহফুজ মারুফ। গতকাল সোমবার সকাল ১০ ঘটিকার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মধ্যবিত্ত পরিবারের সন্তান মাহফুজ মারুফ পড়ালেখার পাশাপাশি বাবা মোঃ লিটন হোসেনের সাথে রাজ মিস্ত্রির কাজে সহযোগিতা করতেন। অন্যদিনের মতোই গিয়েছিলেন কাজে, কিন্তু রবের ডাকে সাড়া দিয়ে চলে গেলেন দুনিয়া ছেড়ে। যেই বাড়িতে মারুফ কাজ করতে গিয়ে ওই বাড়ির বারান্দার গ্রিল ধরেছিলেন তিনি। বৈদ্যুতিক তারের কাটা অংশের সাথে সবার অজান্তেই যুক্ত হয়ে ছিলো লোহার তৈরি গ্রিল। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেখানে ইন্তিকাল করেন তিনি।

মাহফুজের মৃত্যুতে পরিবার সহ এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। মাহফুজকে যেন আল্লাহ জান্নাতবাসী করেন সেই প্রত্যাশায় সকল মুসলিমদের কাছে দোয়া প্রার্থী মারুফের পরিবার।