কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রামমুখী যাত্রীবাহী বাস ও কক্সবাজারমুখী মাইক্রোবাসের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন নারী ও এক শিশু রয়েছেন।
দুর্ঘটনা ঘটেছে বুধবার (৫ নভেম্বর) সকাল ১০টার দিকে, কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী হাঁসের দিঘি এলাকায়। মালুমঘাট হাইওয়ে থানার ওসি মেহেদী হাসান জানান, সংঘর্ষের ফলে আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন।
আহতদের উদ্ধার করে চকরিয়ার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত ও আহতদের নাম পুলিশ এখনো প্রকাশ করেনি। দুর্ঘটনার পর পুলিশ, সেনাবাহিনী এবং স্থানীয়রা একযোগে উদ্ধার কাজ চালিয়েছেন।