গজারিয়া সংবাদদাতা : ঢাকা চট্টগ্রামের মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে সড়ক দুর্ঘটনায় জয়নাল মিস্ত্রী (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
সম্প্রতি উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বালুয়াকান্দি বাসষ্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত জয়নাল মিস্ত্রি (৬৫),গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বড় রায়পাড়া গ্রামের মৃত কালু মিস্ত্রির ছেলে বলে জানা যায়। এ বিষয়ে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শওকত হোসেন জানান,ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।