শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা : মৌলভীবাজারে শ্রীমঙ্গলে প্রাইভেটকার ও নোহা গাড়ির মুখোমুখি সংঘর্ষে আব্দুল গফুর শেখ (৪১) নামের একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো দু’জন। আহতদের মৌলভীবাজার ও সিলেট হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
সম্প্রতি শ্রীমঙ্গলের উপজেলার ৬নং আশিদ্রোণ ইউনিয়নের মতিগঞ্জ এলাকার ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের ব্রিজের উপর এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মোঃ নাজিম উদ্দিন। নিহত আব্দুল গফুর শ্রীমঙ্গল শহরের মুসলিমবাগ এলাকার বাসিন্দা এবং স্থানীয় শ্রীমঙ্গল শহরের কাপড় ব্যবসায়ী। আহতরা হলেন শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সদস্য ও নিউ পূর্বাসা এলাকার বাসিন্দা অজয় সিং (৪২) ও শহরের রেল-গেইট এলাকার বাসিন্দা মোঃ তানভীর হোসেন (জনি)।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ শারমিন জানান, সকাল সাড়ে ৬টার দিকে ফায়ার সার্ভিসের লোকজন তিনজনকে হাসপাতালে নিয়ে আসেন। এর মধ্যে একজনের মৃত্যু হয়, অপর দু-জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে মৌলভীবাজারে রেফার্ড করা হয়েছে।