কুমারখালী উপজেলার যদুবয়রা ই্উপি আমতলা বরইচারা গ্রামে অগ্নিকান্ডে ৩টি বসতবাড়ীর ১৫টি ঘর পুড়ে গেছে। বুধবার দুপুরে এই আগুনের সূত্রপাত হয়। কুমারখালী ফায়ার সার্ভিস ও স্থানীয় জনতা দেড়ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। আগুনে তিন কৃষক কারমত হোসেন, মোকাদ্দেস আলী মোকা ও আব্দুল্লাহ শেখের ১৫ ঘর মুহুত্বের মধ্যে পুড়ে ছাই হয়ে যায়। এসময় কয়েকজন আঘু ও কয়েকটি গবাদী পশুও দগ্ধ হয়েছে। স্থানীয় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যান।