গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা : গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুকুরে ডুবে মুসফিক সাদাত নামে এক সপ্তম শ্রেণির ছাত্রের সলিল সমাধি ঘটেছে।

জানা গেছে, গোবিন্দগঞ্জ পৌর শহরের কুটিবাড়ী এলাকার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসুমুল আলমের ছেলে মুসফিক সাদাত বুধবার দুপুরে তার বাসার পাশের পুকুরে ফুটবল নিয়ে খেলতে নামে। খেলার এক পর্যায়ে মুসফিক সাদাত পুকুরের পানিতে ডুবে যায়। পরে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে মুশফিকের লাশ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। এদিকে মুসফিক সাদাতের মৃত্যুর ঘটনায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মির্জা মোঃ শওকত জ্জামান প্রধান এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন।সেই সাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।