দুর্ঘটনা
ফরিদপুরের ভাঙায় বাসচাপায় যুবক নিহত
ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাত পরিবহনের চাপায় এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছে। এসময় আহত হয়েছে মোটরসাইকেলে থাকা আরেক যুবক।
Printed Edition
ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাত পরিবহনের চাপায় এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছে। এসময় আহত হয়েছে মোটরসাইকেলে থাকা আরেক যুবক।
রোববার (০২ মার্চ) রাতে ভাঙ্গা-বরিশাল মহাসড়কের আউড়ামাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আদুদ ফকির মাদারিপুর জেলার রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর এলাকার বাসিন্দা। আহত অপর যুবক রিয়াজুল ফকির একই গ্রামের বাবুল ফকিরের ছেলে। তাকে গুরুত্বর আহত অবস্থায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, ভাঙ্গা থেকে টেকেরহাট পর্যন্ত সড়ক মেরামত ও প্রশস্তের কাজ চলমান রয়েছে। এতে করে মহাসড়কের উপর বড় বড় গর্ত রয়েছে। যে কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। সড়কের কাজ দ্রুত মেরামতের দাবি এলাকাবাসীর।