গাজীপুরের সালনা এলাকায় ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে পড়ায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। রোববার (১৩ এপ্রিল) দুপুর আনুমানিক আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল রেলসড়কের সালনা রেলব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নীলফামারীর চিলাহাটি স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা চিলাহাটি এক্সপ্রেস গাজীপুরের সালনা এলাকায় পৌঁছালে হঠাৎ ট্রেনটির একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। এতে রেললাইনে ব্যাঘাত সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে ঢাকা-উত্তরবঙ্গ রুটে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়।

ঘটনার বিষয়ে জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. নাদিরুজ্জামান বলেন, "লাইনচ্যুতির খবর পেয়েই আমরা দ্রুত ঘটনাস্থলে রওনা দিচ্ছি। কী কারণে বগি লাইনচ্যুত হয়েছে, তা তদন্তের পর নিশ্চিতভাবে বলা যাবে।"

এদিকে জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী বলেন, "চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি দুপুরে সালনা ব্রিজ এলাকায় পৌঁছামাত্রই একটি বগির চারটি চাকা লাইনের বাইরে চলে যায়। এতে যমুনা সেতু হয়ে চলাচলকারী উত্তরবঙ্গমুখী সকল ট্রেন চলাচল বন্ধ রয়েছে।"

তিনি আরও জানান, রেলপথে চলাচল স্বাভাবিক করতে ঢাকা থেকে রিলিফ ট্রেন রওনা দিয়েছে। উদ্ধার কার্যক্রম শেষ হলে ট্রেন চলাচল পুনরায় চালু করা হবে।

তবে দুর্ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।