রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে বাস এবং অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন শিশুসহ চারজন। গতকাল শনিবার দুপুরে জেলার পবা উপজেলার হরিপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত শারমিন (২৫) পার্শ্ববর্তী গোদাগাড়ী উপজেলার হুজরাপুর এলাকার শামীম হোসেনের মেয়ে। আহতদের তাৎক্ষণিক পরিচয় পাওয়া যায়নি। তবে নিহত এবং আহতরা সকলেই অটোরিকশার যাত্রী ছিলেন। দামকুড়া থানার ওসি রবিউল ইসলাম বলেন, বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহতদের সংকটাপন্ন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি ঘটনাস্থলে ফেলে বাসের চালক এবং তার সহযোগীরা পালিয়েছেন।
দুর্ঘটনা
রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১
রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে বাস এবং অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন শিশুসহ চারজন।