বগুড়ার আদমদীঘিতে পানি সেচ দেয়ার জন্য বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে মাইন হোসেন (২৮) নামের এক সেনাবাহিনীর সদস্য মারা গেছেন। তিনি আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির কালাইকুড়ি গ্রামের রোস্তম আলীর ছেলে। বুধবার (৯ এপ্রিল) দুপুরে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। বিকেল ৫টায় পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।
পারিবারিক সূত্রে জনাযায়, মাইন হোসেন সেনাবাহিনীর সদস্য সে ঘাটাইল সেনা নিবাস হতে র্যাব হেড কোয়াটারে পোস্টিংয়ে ছিলেন। গত ৮ এপ্রিল ছুটিতে বাড়িতে আসেন। গতকাল বুধবার দুপুর সোয়া ১ টায় নিজ বাড়ির পাশে একটি ডোবার পানি সেচ দেয়ার উদ্দেশ্যে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে বিদ্যুতস্পর্শে ঘটনা স্থলেই মারা যান। তার ছুটির মেয়াদ ছিল ২২ এপ্রিল পর্যন্ত। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।