ফরিদপুরের সদর উপজেলায় বিদ্যুতের খুঁটির সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহতদের সংখ্যা বেড়ে সাতজন হয়েছে। নিহতদের মধ্যে তিনজন নারী এবং চারজন পুরুষ। এ ঘটনায় আরও অন্তত ৩০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা ১১টায় ঢাকা-বরিশাল মহাসড়কের বাখুন্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, দ্রুত গতির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। প্রাথমিকভাবে ৫ জনের মৃত্যু হয় বলে জানা গেলেও হাসপাতালে নেওয়ার পরে আরও ২ জনের মৃত্যু হয়। এ নিয়ে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ জন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত পুলিশের সহকারী উপরিদর্শক মো. মহসিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
দুর্ঘটনার নিহতরা হলেন- আলমগীর (৪০), মো. জোয়ার সরদার (৫৮) ও তাঁর ছেলে ইমান সরদার (৩৫), আজিবুর (৪৩), মালতি সরকার (৪০), দীপা খান (৩৪) ও ফজিরুন্নেসা (৬০)। নিহতরা জেলার নগরকান্দা ও চরচাদপুর এলাকার বাসিন্দা।
ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেছেন এবং প্রত্যেক নিহতের পরিবারকে ৩০ থেকে ৩৫ হাজার টাকা দাফন সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়া এই দুর্ঘটনার কারণ তদন্তের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন তিনি।
দুর্ঘটনাস্থলে জরুরি সেবা ও প্রশাসনের তৎপরতা অব্যাহত রয়েছে। আহতদের চিকিৎসা ও নিহতদের পরিবারকে সহায়তা দেওয়ার কাজ চলছে।