নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) সংবাদদাতা : কক্সবাজার জেলার রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মৌলভীর কাটা চেয়ারম্যান পাড়ায় এক হৃদয়বিদারক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬ইং) ট্রাক্টর দুর্ঘটনায় মোহাম্মদ আসিফ (২৩) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত মোহাম্মদ আসিফ ওই এলাকার বাসিন্দা তোফায়েল আহমেদের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে একটি ট্রাক্টরের সঙ্গে দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ঘটনা স্হলে মৃত্যু বরণ করেছেন (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আসিফের আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে আসে গভীর শোক। একই সঙ্গে পুরো এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। আত্মীয়স্বজন, প্রতিবেশী ও স্থানীয়রা তার মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেছেন।
নিহত আসিফ একজন ভদ্র, নম্র ও পরিশ্রমী যুবক হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। তার অকাল মৃত্যুতে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। এ ঘটনায় এলাকাবাসী নিরাপদ যান চলাচলের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তাওফিক দান করুন।