DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

দুর্ঘটনা

ঢাকায় আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে ৪ জনের মৃত্যু

ঢাকার শাহজাদপুর এলাকায় একটি আবাসিক হোটেলে আগুনে চারজন নিহত হয়েছে। গতকাল সোমবার বেলা সোয়া ১২টার দিকে

স্টাফ রিপোর্টার
Printed Edition
p1b
গতকাল সোমবার রাজধানীর শাহজাদপুরে সৌদিয়া নামে একটি আবাসিক হোটেলের ৬ তলা ভবনে আগুন লাগে -সংগ্রাম

ঢাকার শাহজাদপুর এলাকায় একটি আবাসিক হোটেলে আগুনে চারজন নিহত হয়েছে। গতকাল সোমবার বেলা সোয়া ১২টার দিকে সৌদিয়া হোটেলে ওই অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বেলা ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম বলেন, “৬ তলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগার খবর পেয়ে বেলা সাড়ে ১২টায় আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। দুইটি ইউনিটের চেষ্টায় বেলা ১টা ৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। পরে ভবনটি তল্লাশি করে ষষ্ঠ তলা থেকে চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। একজনকে ওয়াশরুম থেকে ও তিনজনকে সিঁড়ি থেকে উদ্ধার করা হয়েছে। সিঁড়ির দরজা তালাবদ্ধ ছিল। নিহত চারজনই পুরুষ জানালেও তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

গুলশান থানার এসআই পলাশ হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে আমরা তাদের নাম-পরিচয় জানার চেষ্টা করছি।”

এই ঘটনায় অতিরিক্ত ধোঁয়ার কারণে চারজনের মৃত্যু হয় বলে দাবি করেছে ফায়ার সার্ভিস। আগুন নেভানোর পর ঘটনাস্থলে সাংবাদিকদের এ কথা বলেন ফায়ার সার্ভিস ঢাকা জোনের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান। তিনি বলেন, ভবনটিতে আগুন লাগার পর হোটেলে থাকা চারজন ভয়ে ওপরে ওঠার চেষ্টা করেছিল। তবে এমন সময় ছাদে থাকা চিলেকোঠার দরজাটি বন্ধ ছিল। যার কারণে অতিরিক্ত ধোঁয়ায় তারা মারা যান। তিনি বলেন, আগুন লাগার ১০ মিনিটের মধ্যে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। এসে দেখলাম আগুন লাগা ভবনটি ছয়তলা। নিচতলা হার্ডওয়্যারের দোকান, দ্বিতীয়তলায় বিউটি পার্লারের দোকান, তৃতীয় তলা থেকে ছয়তলা পর্যন্ত আবাসিক ভবন। দুই তলায় প্রচণ্ড আগুন এবং ধোঁয়া ছিল। ৩০ মিনিটের মধ্যে আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। দুজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

অগ্নিকাণ্ডের কারণ জানতে চাইলে তিনি বলেন, আগুনের কারণ এখনই বলা যাচ্ছে না। মালিক কর্তৃপক্ষের কাউকে আমরা পাইনি। কমিটি গঠনের পর তদন্ত করে আগুনের প্রকৃত কারণ নির্ণয় করা হবে।

ভবনটি নিয়ম মেনে তৈরি করা হয়েছে কি না ও এপর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কি না, জানতে চাইলে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক বলেন, রাজউকের নিয়ম অনুযায়ী বিল্ডিংটি তৈরি করা হয়নি। ভবনটিতে কোনো ফায়ার সেফটি প্ল্যান ছিল না এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। সিঁড়িগুলো ছিল সরু। সিঁড়ির পাশে যে জানালা ছিল সেগুলো কাচ দিয়ে বন্ধ করা ছিল। কাচ দিয়ে বন্ধ না থাকলে ধোঁয়া বের হয়ে আসতে পারতো।