ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় এক অজ্ঞাতপরিচয় নারী মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহতের বয়স প্রায় ৩০ বছর, তিনি বোরকা পরিহিত ছিলেন।
বুধবার (৬ আগস্ট) সকাল ৮টার দিকে কাওলা এলাকার এলিভেটেড এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে, চিকিৎসক বেলা ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী এক পথচারী জানান, ওই নারী ভাড়ায় নেওয়া মোটরসাইকেলের আরোহী ছিলেন। তিনি নিজেও একই পথে যাচ্ছিলেন। পথিমধ্যে দেখেন মোটরসাইকেলের চালক ও আরোহী এক্সপ্রেসওয়ের উপর পড়ে আছেন। চালকের কাছ থেকে জানতে পারেন, পেছন থেকে একটি বাস ধাক্কা দিয়ে চলে গেছে। পরে রক্তাক্ত অবস্থায় ওই নারীকে দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয়। তবে দুর্ঘটনার পর মোটরসাইকেল চালকের অবস্থান জানা যায়নি।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহত নারীর পরিচয় শনাক্তের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।