রাজধানীর বনানী সেতু ভবনের কাছে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনে ধাক্কা লেগে দুই আরোহীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- রিন্টু (৪০) ও শওকত হোসেন কানন (৪১)।
বনানী থেকে মহাখালী ফ্লাইওভারের দিকে যাওয়ার সময় শুক্রবার রাত সোয়া দুইটার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে বনানী থানার ওসি রাসেল সারোয়ার জানিয়েছেন। তাদের মধ্যে রিন্টু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও কানন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে মারা গেছেন।
গতকাল শনিবার সকালে ময়নাতদন্তের জন্য কাননের লাশও ঢাকা মেডিকেলে পাঠানো হয়।
ওসি রাসেল সারোয়ার বলেন, মাত্রাতিরিক্ত গতির ওই প্রাইভেটকারটি মহাখালী ফ্লাইওভারে ওঠার আগে সড়ক বিভাজনে ধাক্কা লেগে সেটিতে আগুন ধরে যায়। পরে স্থানীয়রা প্রাইভেটকারে থাকা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দুইজন মারা গেছেন।
বনানী থানার এসআই সিদ্দিক হোসেন বলেন, ঘটনার সময় প্রাইভেটকারে হাসনাত নামে আরও একজন ছিলেন। তিনি আহত হয়ে কোন হাসপাতালে রয়েছেন সেই খোঁজ তারা নিচ্ছেন। তাদের তিনজনের মধ্যে কেউ একজন প্রাইভেট কারটি চালাচ্ছিলেন। কে চালাচ্ছিলেন এখনও এটা নিশ্চিত হতে পারিনি।
নিহত দুইজনের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই সদস্য।
ফায়ার সাভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানিয়েছেন, রাত আড়াইটার দিকে সেতু ভবনের সামনে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে আগুন লাগার খবর আসে তাদের কাছে। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে তিনটার দিকে আগুন নিভিয়েছে। তবে আগুন নেভানোর পর ‘ঢাকা মেট্রো ঘ-১২-৪০৪২’ নম্বরের টয়োটা সিএইচআর এসইউভিতে হতাহত কাউকে পাওয়া যায়নি বলে খালেদা ইয়াসমিন জানিয়েছেন।