ঝিনাইদহের কোটচাঁদপুরে মঙ্গলবার আনুমানিক ৪ টা দিকে গাবতলা পাড়ায় অগ্নিকাণ্ডে দরিদ্র ৫ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে।
অগ্নিকাণ্ডে স,মিলের মিস্ত্রি আজিজুল ইসলাম, মল্লিক, রিপন উদ্দিন পিতা মতলেব, মল্লিক, পিতা মৃত জেহের আলী, বাবলু পিতা মতলেব এদের সবার বসতবাড়ি, নগদ টাকা, আসবাবপত্র ও খাদ্য সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে। দরিদ্র এই পরিবারগুলো শেষ সম্বল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। ভুক্তভোগী পাঁচ পরিবারের দাবি অগ্নিকাণ্ডে প্রায় ২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ও পার্শ্ববর্তী কালিগঞ্জ থানা থেকে দুইটি ইউনিট এসে ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কোটচাঁদপুর ফায়ার সার্ভিসের অফিসার মনিরুল ইসলাম জানান পানি না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে। ক্ষয়ক্ষতির পরিমান ২ লক্ষ টাকার মত। আর ৪ লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।