ধুনট (বগুড়া) সংবাদদাতা: বগুড়ার ধুনটে সড়ক দুর্ঘটনায় পবিত্র হাওলাদার (৩০) নামের এক মাছ বিক্রেতার মৃত্যু হয়েছে। গত ২০ জানুয়ারি ভোরে ধুনট-শেরপুর আঞ্চলিক সড়কের শালফা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পবিত্র হাওলাদার ধুনট উপজেলার সদর ইউনিয়নের মালোপাড়া গ্রামের জিতেন্দ্র হাওলাদারের ছেলে। এ ঘটনায় আরো এক যাত্রী আহত খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, পবিত্র হাওলাদার বিভিন্ন আড়ৎ থেকে মাছ ক্রয় করে ধুনটের বিভিন্ন হাট বাজারের বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। ঘটনার দিন ভোরে ধুনট থেকে সিএনজি যোগে শেরপুর উপজেলায় মাছ ক্রয় করার জন্য রওনা হন। পথিমধ্যে ধুনট-শেরপুর আঞ্চলিক সড়কের শালফা এলাকায় পৌঁছলে বিপরিত থেকে আসা একটি বাসের সাথে সিএনজির ধাক্কা লাগে। এতে যাত্রীসহ সিএনজিটি উল্টে রাস্তার পাশের গর্তে পড়ে গেলে ঘটনাস্থলেই তিনি মারা যান পবিত্র হাওলাদার। সিএনজিতে থাকা আরেক যাত্রীও গুরুতর আহত হন। এসময় ধাক্কা দেয়া বাসটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত একজনকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।