চুনারুঘাট (হবিগঞ্জ) সংবাদদাতা : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাঁটিয়াজুড়ি ইউনিয়নের বাসুদেবপুর গ্রামে গোয়াল ঘরে আগুন লেগে হতদরিদ্র কৃষক আঃ কদ্দুস ও তার সহোদর কদর আলীর গোয়ালঘর-সহ ১১টি বড় গরু,৯ টি ছাগল ও অন্তত ৭০ টি হাঁস-মুরগী পুড়ে ছাই হয়ে গেছে।এতে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান কৃষক আব্দুল কদ্দুস। কৃষক আব্দুল কদ্দুস বলেন, গোয়াল ঘরে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখতে পান তিনি। এসময় শোরচিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে ফায়ার সার্ভিসকে খবর দেন।খবর পেয়ে চুনারুঘাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর মধ্যেই সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।ধারনা করা হচ্ছে মশা তাড়ানোর কয়েলের আগুন থেকেই এর সূত্রপাত ঘটেছে।
কৃষক কদ্দুস ও কদর আলী হাউমাউ করে কেঁদে বলেন,আমাদের শেষ সম্বল পুড়ে ছাই হয়ে গেছে। আমাদের আর কিছুই নেই।আমরা এখন কি করে খাব,কার কাছে যাব, আমাদের আর কোন সহায়-সম্পদ নাই।তাদের প্রতি সাহায্য-সহযোগীতার হাত বাড়ানোর জন্য তাঁরা সমাজের বিত্তবান ব্যক্তিবর্গ ও প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিন মিয়া বলেন, এবিষয়ে জেলা প্রশাসক বরাবর চিঠি পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারী সহায়তা প্রদান করা হবে।